Home অপরাধ ও দূর্ঘটনা ৩০০ ফিটে গুলিবিদ্ধ ৩টি লাশ উদ্ধার

৩০০ ফিটে গুলিবিদ্ধ ৩টি লাশ উদ্ধার

ঢাকার অদূরে ৩০০ ফিট নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলে তিন জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা খবর দিলে শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পূর্বাচল  তিনশ’ ফিট সড়কের ১১ নম্বর ব্রিজের কাছ থেকে লাশগুলো উদ্ধার করে পুলিশ । তবে নিহতদের পরিচয় বা তাদের হত্যার কারণ জানে না পুলিশ।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন ও রূপগঞ্জ থানার ওসি মুনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে বলেও পুলিশ জানিয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন বলেন, ‘কারা, কীভাবে এবং কী কারণে তাদের হত্যা করেছে সেব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।’

Check Also

তোপের মুখে সেই প্রিয়া প্রকাশ

দক্ষিণী ছবির সেই প্রিয়া প্রকাশ তোপের মুখে পড়েছেন। তবে এবার চোখের ইশারায় মাত করে নেটিজেন…