Home জাতীয় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
জাতীয় - সারাদেশ - September 12, 2018

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

দেশের বিভিন্ন স্থানে মাঝারি মানের ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ঢাকায় আজ বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ৬ সে‌কেন্ড স্থায়ী ছিল এই কম্পন।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম। তাৎক্ষণিকভাবে এতে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আফটারশকের আশঙ্কা থেকে অধিদফতর থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে কুড়িগ্রামে বুধবার সকাল ১০টা ৫২ মি‌নি‌টে ভূকম্পন অনুভূত হয়। সেখানে প্রায় ১০ সে‌কেন্ড স্থায়ী ছিল এই কম্পন। এ সময় আত‌ঙ্কে লোকজনকে ঘ‌রের বাই‌রে আসতে দেখা যায়। ত‌বে তাৎক্ষ‌ণিকভা‌বে কোনও ক্ষয়ক্ষ‌তির খবর পাওয়া যায়‌নি।

সুনামগঞ্জেও মৃদৃ ভূমিকম্প অনুভূত হয়েছে। এ সময় বাসাবাড়ি ও পৌর মার্কেট থেকে লোকজন ভয়ে রাস্তায় এসে দাঁড়ায়। তবে এখন পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

Check Also

বিয়ে করলেন রণবীর-দীপিকা

ইতালির লেক কোমোয় গতকাল বুধবার কঙ্কনি রীতি মেনে বিয়ে করলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। ক…