Home বিনোদন ও লাইফস্টাইল মুখ খুললেন ঐশ্বরিয়া

মুখ খুললেন ঐশ্বরিয়া

বলিউডের নায়িকারা একের পর এক সামনে আনছেন ভয়ংকর কাহিনি। এবার সেই তালিকায় যোগ হল ঐশ্বরিয়া রায়।

ঐশ্বরিয়া বলেন, ‘আমি সব সময়ই এটা নিয়ে কথা বলি। আগেও বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো। সোশ্যাল মিডিয়ায় এখন এই ধরনের আলোচনা হয়। বিশ্বের যে কোনও প্রান্ত থেকে যে কোনও মহিলা এর বিরুদ্ধে বললে সেটা এখন শোনা হচ্ছে। অপরাধীদের সকলে চিনতে পারছেন।’

ঐশ্বরিয়া ২০০২-এ সালমান খানের বিরুদ্ধে প্রতারণা এবং খারাপ আচরণের অভিযোগ তুলেছিলেন। এমনকি সালমান নাকি তার গায়ে হাত তুলতেন। সে সময় ঐশ্বরিয়া বলেছিলেন, ‘আমাদের ব্রেকআপের পর সালমান আমাকে ফোন করে ভুলভাল কথা বলতো। ব্রেকআপের আগে আমাকে মারতো। সে সবের পরেও আমি কাজে যেতাম এমন ভাবে যেন কিছুই হয়নি…।’

অর্থাৎ সে সময় সালমানের বিরুদ্ধে প্রকাশ্যেই মুখ খুলেছিলেন ঐশ্বরিয়া। কিন্তু সোশ্যাল মিডিয়া তখন এতো জনপ্রিয় ছিল না। ফলে হেনস্থার কথা যে কোনও মুহূর্তে প্রকাশ্যে বলার সুযোগ এখনকার থেকে অনেক বেশি ছিল বলে মনে করেন এই অভিনেত্রী।

Check Also

কোটি ডলারের মডেলকন্যা এখন ঘুমায় রাস্তায়

এক সময়ে কাড়ি কাড়ি অর্থ রোজগার করা বিশ্বখ্যাত ‘ভোগ’ ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা নাস্তাসিয়া…