Home অপরাধ ও দূর্ঘটনা সড়ক দূর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত

সড়ক দূর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত

ময়মনসিংহের গৌরীপুরে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত রিকশার সংঘর্ষে বুলবুল আহমেদ (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় দুই গাড়ির চালক সহ আরো চার জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৬সেপ্টেম্বর) বিকালে উপজেলার সহনাটি ইউনিয়নের পাছার বাজার সংলগ্ন কান্দাপাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে। বুলবুল সহনাটি ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে বুলবুল আহমেদ গৌরীপুর উপজেলা সদর থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে পাছার বাজার যাচ্ছিলেন। পথিমধ্যে পাছার বাজার সংলগ্ন কান্দাপাড়া এলাকায় আসতেই অটোরিকশার সাথে রিকশার সংঘর্ষে হলে গাড়ি থেকে ছিটকে পড়ে বুলবুল গুরুতর আহত হন। পড়ে দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বুলবুল সহনাটি ইউনিয়ন এর সাবেক চেয়াম্যান মনির উদ্দিন সরকারের ছোট ছেলে এবং ওই ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন।
সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান দূর্ঘটনা ও বুলবুল আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Check Also

বিয়ে করলেন রণবীর-দীপিকা

ইতালির লেক কোমোয় গতকাল বুধবার কঙ্কনি রীতি মেনে বিয়ে করলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। ক…