Home অপরাধ ও দূর্ঘটনা ৭০ লিটার মদসহ গ্রেফতার-৫

৭০ লিটার মদসহ গ্রেফতার-৫

টাঙ্গাইলে ৭০ লিটার চোলাইমদসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। ৫ অক্টোবর শুক্রবার সকালে তাদের শহরের কান্দাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো কান্দাপাড়া মুচিপট্টির অন্তু রবিদাসের ছেলে কৈলাশ রবিদাস(৩০), কার্তিক রবিদাসের ছেলে সুরুজ রবিদাস (৫০), সুরুজ রবিদাসের ছেলে উত্তম রবিদাস (১৯), গনপদ রবিদাসের মেয়ে ফুলমতি রবি দাস (৪২), ও কিশোরী রবিদাসের মেয়ে রুনিয়া রবিদাস (৪০) ।

র‌্যাব-১২,সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মোহাম্মাদ রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৮টায় কান্দাপাড়ার মুচিপট্টি থেকে তাদের ৭০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার করা হয়। তারা সদর থানা এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী দেশীয় চোলাইমদ সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছিল।

Check Also

বাজারে আসছে রাখি সাওয়ান্ত সেক্স ডল

‘শীঘ্রই বাজারে আসছে ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্তের আদলে তৈরি সিলিকন পুতুল, যা ধর্ষণপ্রবণ…